Thursday, April 6, 2017

দক্ষিণাঞ্চলের মিনি কক্সবাজার মুছাপুর ক্লোজার

মুছাপুর ক্লোজার
মুছাপুর ক্লোজার
বঙ্গোপসাগরের মোহনায় ছোট ফেনী নদীর ওপর নির্মিত মুছাপুর ক্লোজার পরিচিতি পেয়েছে বাংলাদেশের আরেক ‘মিনি কক্সবাজার’ হিসেবে। এই ক্লোজার দক্ষিণাঞ্চলের মানুষদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে সুপরিচিত হয়ে উঠছে।

অবস্থান
মুছাপুর ক্লোজার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নির্মিত। প্রথম দেখাতে মনে হবে সৈকত। কিছুক্ষণ পরে ভুল ভাঙবে। খুঁজে পাবেন নদীপাড়ে সাগরের আবহ। তাই এ ক্লোজারের নাম দেয়া হয়েছে ‘মিনি কক্সবাজার’।

নির্মাণ

মুছাপুর নদীর তীরে ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ক্লোজার। এর অাগে ২০০৯ সাল থেকে কয়েক দফা বাজেট বরাদ্দ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের চেষ্টায় ক্লোজারটি নির্মাণ সম্ভব হয়।

বৈশিষ্ট্য

প্রতিদিন মাইক্রো, অটোরিকশা, পিকআপ ভ্যানসহ নিজস্ব মোটরবাইকে চড়ে আনন্দ-উল্লাসে ক্লোজার ও ক্লোজার সংলগ্ন মুছাপুর ফরেস্ট দেখতে পারনে বিনোদনপ্রেমী হাজারো মানুষ। কেউ স্বপরিবারে কেউবা আবার বন্ধুদের বিশাল বহর নিয়ে এখানে ঘুরতে অাসতে পারেন।

যা দেখবেন
এখানে আছে নদীর নৈসর্গিক দৃশ্য, নৌকা ভ্রমণের অসাধারণ আনন্দ-অভিজ্ঞতা, সকালের শান্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ, রাখাল ও মাঝির গান, পাখির কলতান, জেলেদের উৎসব, গরু-মহিষ-ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখির সৌন্দর্য ও বিকেলের হিমেল হাওয়া, ক্লোজারে অাছড়ে পড়া ঢেউ, জোয়ার-ভাটা, ফরেস্টের ভিতরের প্রাকৃতিক দৃশ্য।

অসুবিধা
প্রতিদিন ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমান এখানে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসছেন অনেকেই। তবে সমস্যা হচ্ছে নিরাপত্তা ও যাতায়াতের। পর্যটকদের রাস্তা সংকীর্ণতার কারণে যানজটের তিক্ত অভিজ্ঞতায় পড়তে হয়। গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা নেই। যদিও দর্শনার্থীদের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।

যেভাবে যাবেন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা থেকে বাংলাবাজার। সেখান থেকে চৌধুরীবাজার পার হয়ে ২ কিলোমিটার রাস্তা হয়ে চার রাস্তার মোড় দিয়ে পূর্বদিকে জনতা বাজার, এরপর দক্ষিণে ১.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটু পূর্বে গেলেই মুছাপুর ক্লোজার।

Contact For More Information.

TAT Travel & Tourism

TARC NO: (0006913) Ministry Of Civil Aviation & Tourism 
House No. 15/ka (2nd Floor), Shyamoli, Mirpur Road,
Dhaka-1207, Bangladesh
Call: +8801763-772303
E-mail: marketing@ticketalltime.com
Web: http://ticketalltime.com

কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোড

কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোড

কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোড

একপাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র। সাগরের কুল ঘেঁষে বয়ে চলা দৃষ্টিনন্দন কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোড। সাইকেল নিয়ে যেতে পারলে আলাদা একটা মজা আছে। কোনো ভ্রমণপিপাসু মেরিন ড্রাইভে এসে মুগ্ধ না হয়ে পারবেন না। এ রোড দিয়ে গেলে মনে হয় যেনো বিদেশের নামকরা কোন পর্যটন এলাকায় আছি।

Contact For More Information.

TAT Travel & Tourism

TARC NO: (0006913) Ministry Of Civil Aviation & Tourism 
House No. 15/ka (2nd Floor), Shyamoli, Mirpur Road,
Dhaka-1207, Bangladesh
Call: +8801763-772303
E-mail: marketing@ticketalltime.com
Web: http://ticketalltime.com


রোজ গার্ডেন, ঢাকা

রোজ গার্ডেন, ঢাকা
রোজ গার্ডেন, ঢাকা
১৯৩১ সালে ঋষিকেশ দাস নামে এক ধনাঢ্য ব্যবসায়ী পুরান ঢাকার ঋষিকেশ রোডে ২২ বিঘা জমির উপর একটি বাগানবাড়ি তৈরী করেন। বাগনে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে আটটি কামরা।

ভবনটির মোট আয়তন সাত হাজার বর্গফুট। উচ্চতায় পঁয়তাল্লিশ ফুট। ছয়টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে করিন্থীয়-গ্রীক শৈলী অনুসরণ করা হয়েছে।

ভবন নির্মাণের কিছুদিন পর ঋষিকেশ দাশ দেউলিয়া হয়ে যান। ১৯৩৭ সালে রোজ গার্ডেন বিক্রি হয়ে যায় খান বাহাদুর আবদুর রশীদের কাছে। এর নতুন নামকরণ হয় ‘রশীদ মঞ্জিল’। এই বাড়ীটিতে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছিল।

১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (পরে বাংলাদেশ আওয়ামী লীগ) গঠনের প্রাথমিক আলোচনা সভা এই বাড়িতে হয়েছিল। ১৯৬৬ সালে কাজী হুমায়ুন বসির এর মালিকানা লাভ করেন।

১৯৭০ সালে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘বেঙ্গল স্টুডিও’ কে লীজ দেয়া হয়। এ সময়ে চলচ্চিত্রের সূটিং স্পট হিসাবে এই ভবনটি ব্যবহৃত হয়। এখানে চিত্রায়িত কাহিনী চিত্র ’হারান দিন’ এ রোজ গার্ডেনেরে সেই সময়কার চিত্র সংরক্ষিত আছে।

ঢাকার সদরঘাট, গুলিস্থান, মতিঝিল বা সায়দাবাদ হতে রিকশা বা সিএজিযোগে রোজ গার্ডেন যাওয়া যায়।

Contact For More Information.

TAT Travel & Tourism

TARC NO: (0006913) Ministry Of Civil Aviation & Tourism 
House No. 15/ka (2nd Floor), Shyamoli, Mirpur Road,
Dhaka-1207, Bangladesh
Call: +8801763-772303
E-mail: marketing@ticketalltime.com
Web: http://ticketalltime.com